ক.বি.ডেস্ক: প্রযুক্তি ও নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন নিয়ে দেশের স্মার্টফোন বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি। ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো এতে ব্যবহার করা হয়েছে ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইন, যা আলো, রঙ ও গ্লো-প্যাটার্নের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলকে করে তুলেছে জীবন্ত ও গতিশীল। এই নতুন অরোরা ডিজাইনে ফোনের কভারে রয়েছে কোটি কোটি আল্ট্রা হাই-ডেফিনিশন অপ্পো গ্লো প্যাটার্ন। যা





