 
            
                ক.বি.ডেস্ক: নিরাপদ ইন্টারনেট সচেতনতায় আগামী অক্টোবর মাস জুড়ে শুরু হচ্ছে ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ স্লোগানে ‘‘ক্যাম ক্যাম্পেইন ২০২৪’’। অক্টোবরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি নেয়া হলেও নিজেদের সুরক্ষায় বছর জুড়েই এগুলো চর্চা করা উচিত। অপরাধের ধরন, মাধ্যম ও প্রকৃতি বদল হওয়ায় সাইবার সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা উচিত।                             
            

 
             
             
             
            


