ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনে যুক্ত করছে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স সবচেয়ে স্লিম ফোনটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স পাওয়া যাবে। সঙ্গে থাকছে স্থায়ী, টেকসই ও চমৎকার ডিজাইন। থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচার দুইটি অসাধারণ উদ্ভাবনকে এক করেছে—ফেদারলাইট উইং ডিজাইন
নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি বাজারে এনেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। বর্তমানে দ্রুত গতির পৃথিবীতে স্মার্টফোনে একটি উচ্চমানের ডিসপ্লে থাকা জরুরি। ইনফিনিক্স নোট ৪০ সিরিজ উচ্চমানের অ্যামলয়েড ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে মানের নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। আর সম্প্রতি বাজারে আসা নোট ৪০এসের মাধ্যমে থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে ব্যবহার করে সেই ধারাকে আরও এক ধাপ সামনে নিয়ে