ক.বি.ডেস্ক: আধুনিক ব্যবসায়ের চাহিদা মেটাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর জন্য টোনার বক্স সিরিজের ৬টি এবং নতুন সিরিজের ৮টি মডেলের প্রিন্টার উন্মোচন করেছে ব্রাদার। নতুন এই টোনার বক্স সিরিজের সাশ্রয়ী টোনার কার্টিজ প্রতি পৃষ্ঠায় ৫০ পয়সা খরচে মুদ্রণ করতে সক্ষম, যা ব্যবহারকারীর খরচ কমায়। ব্রাদারের এই সাশ্রয়ী সমাধান ব্যবসা ও ব্যক্তিদের জন্য উচ্চমানের প্রিন্টিং নিশ্চিত করবে।