হাফিজ আকবর আহমেদ: মানুষের হাত ছাড়াই রাস্তায় ছুটে চলা ‘চালক ছাড়া গাড়ি’ আর ভবিষ্যতের কোনও প্রযুক্তি নয়, এটি এখন বাস্তব। উন্নত সেন্সর, উচ্চক্ষমতার প্রসেসর, ক্যামেরা, রাডার-লিডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে তৈরি এই গাড়ি নিজের চারপাশ বুঝতে পারে, রাস্তার নিয়ম জানে, বাধা এড়ায় এমনকি মুহূর্তে সিদ্ধান্তও নিতে পারে। যেন যন্ত্রের সঙ্গে মানুষের কথোপকথনেরই এক নতুন রূপ।





