
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস-এর নতুন মডেলের (ইভনিয়া গেমিং, বিজনেস সিরিজ, ক্রিয়েটর সিরিজ, স্মুথ টাচস্ক্রীন) মনিটর দেশের প্রযুক্তি পণ্যের বাজারে বাজারজাত করছে প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি। গেমার, প্রফেশনাল এবং বিজনেস ব্যবহারকারীদের জন্য উপযোগী এই মনিটরগুলোতে রয়েছে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স