
ক.বি.ডেস্ক: দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা ‘গুগল পে’। এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সক্ষম এমন পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে ও ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন। ‘গুগল পে’তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে […]