ক.বি.ডেস্ক: হার্ডওয়্যার, সফটওয়্যার ও সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত এবং দীর্ঘস্থায়ী করতে ‘অ্যাপেক্স গার্ড’ নামের সম্পূর্ণ নতুন টেকনোলজি স্যুট উন্মোচন করেছে অপো। ১৬ নভেম্বর অপোর বিনহাই বে ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। গবেষণা থেকে শুরু করে পণ্যের চূড়ান্ত উৎপাদন প্রতিটি ধাপে নেক্সট-লেভেল কোয়ালিটি নিশ্চিত করাই অ্যাপেক্স গার্ডের লক্ষ্য।





