Home Posts tagged এ ওয়ান আরজি ইস্পোর্টস
গেমস
ক.বি.ডেস্ক: দেশের গেমারদের অংশগ্রহণে শেষ হলো এয়ারটেল বাংলাদেশ আয়োজিত ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’। এটি দেশের সবচেয়ে বড় পাবজি মোবাইল টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে এ ওয়ান আরজি ইস্পোর্টস, প্রথম রানার-আপ হয় জেনেসিস জিভিট এবং দ্বিতীয় রানার-আপ হয় নরমিস ইস্পোর্টস। গ্র্যান্ড ফাইনালের ইউটিউব লাইভ স্ট্রিম পাবজি মোবাইল বিভাগে বৈশ্বিকভাবে শীর্ষ স্থান অর্জন করে।