
ক.বি.ডেস্ক: ক্রিয়েটর ও প্রফেশনালদের জন্য নতুন প্রজন্মের লেনোভো ইয়োগা ৭আই টু-ইন-ওয়ান ল্যাপটপ দেশের প্রযুক্তি পন্যের বাজারে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এতে রয়েছে ইন্টেল লুনার লেক, কোপাইলট+ এআই এবং সর্বাধুনিক পারফরম্যান্স। লেনোভোর নতুন এই ল্যাপটপটি বাজারজাত করছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমদানীকারক, পরিবেশক ও সেবাদানকরী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড