২০০৬ সালের ১৬ জুন বৃষ্টিস্নাত সন্ধ্যায় আর্জেন্টিনার কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ অভিষেকে দুর্দান্ত গোল করে দেশটির সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হন লিওনেল মেসি। অভিজাত লিভিং রুমের বিশাল সিআরটি টিভি থেকে শুরু করে, গলির চায়ের দোকানের রেডিওর সামনে বসা সকল ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্থায়ী হয়ে গিয়েছে মুহূর্তটি। ৪:৩ রেশিওর ঝিরঝিরে পর্দার ঝাপসা ছবিতেও এখনও অবিস্মরণীয় লিওনেল মেসির
বাড়ির ছাদে উড়ছে অসংখ্য ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা, দেয়ালে ফুটবল খেলোয়াড়দের গ্রাফিতি, আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকার রঙে ঘর আঁকা, কিলোমিটার জুড়ে প্রিয় দলের পতাকা এবং বিভিন্ন দলের জার্সির বিশাল কেনাকাটা; এসব দেখে মনে হচ্ছে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কাতারে নয় বরং বাংলাদেশেই হচ্ছে। বাংলাদেশিদের মাঝে ফিফা বিশ্বকাপ নিয়ে এমনই উন্মাদনা, যদিও এদের মধ্যে অনেকেই শুধুমাত্র […]