ক.বি.ডেস্ক: সাইবার হুমকির জটিলতা বাড়তে থাকায় সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) গঠনের ক্ষেত্রে আউটসোর্সড বা হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠান। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ-এর বেশি প্রতিষ্ঠান এসওসি গঠনের সময় পুরোপুরি নিজস্ব ব্যবস্থার বদলে আংশিক বা সম্পূর্ণ আউটসোর্সড মডেলকে বেশি কার্যকর মনে করছে।





