স্মার্টফোন ফটোগ্রাফির অনন্য অভিজ্ঞতার জন্য সুপরিচিত গ্লোবাল ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে উন্মোচন করে ‘অপো এফ১৭ প্রো’। পাশাপাশি ব্র্যান্ডটি বহু প্রতীক্ষিত অপো ওয়াচও উন্মোচন করে। গতকাল (৯ সেপ্টেম্বর) একটি অনলাইন আয়োজনের মাধ্যমে এফ১৭ প্রো ও অপো ওয়াচ উন্মোচন করা হয়। অপো এফ১৭ প্রো’র পণ্যদূত জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে অনুষ্ঠানে





