![](https://computerbichitra.com/wp-content/uploads/2024/06/meyer-580x419.jpg)
ক.বি.ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ‘স্মার্ট ডাস্টবিন’ স্থাপন কার্যক্রম নেয়া হয়। আইওটি নির্ভর এই ‘স্মার্ট ডাস্টবিন’ আবর্জনা সংরক্ষণের বিনটি কেউ খুললে বা ভরে গেলেই এলার্ম দিয়ে এ বিষয়ে সতর্ক করবে। গুলশানে ১০০ ‘স্মার্ট ডাস্টবিন’ উপহার দিয়েছে বিডি ক্লিন এবং এগুলোর রক্ষাণাবেক্ষণ করবে গুলশান সোসাইটি।