
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি ‘সি৭৫এক্স’ বাজারে নিয়ে আসছে। নতুন এই স্মার্টফোনে থাকছে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে। এই ডিভাইসে থাকছে আইপি৬৯ রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা