
ক.বি.ডেস্ক: এআই, ডুয়েল স্ক্রিন এবং ১৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে ২০২৪ সালের সব নতুন ল্যাপটপ নিয়ে এসেছে আসুস বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ল্যাপটপগুলো দেশের প্রযুক্তি পণ্যের বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দেয় তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস। আসুস’র নতুন উন্মোচিত হওয়া প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সঙ্গে এআই-রেডি ফিচার। পন্যগুলো দেশের বাজারে বাজারজাত করছে আসুস’র অনুমোদিত