
ক.বি.ডেস্ক: রেনো সিরিজের পোর্ট্রেইট এক্সপার্ট অপো রেনো এইট টি বাজারে এসেছে। শুরু হয়েছে এই ফোনের ফার্স্ট সেল। একই সিরিজের আগের ফোনের তুলনায় ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে স্মার্টফোনটি। অপো রেনো এইট টি সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য ৩২,৯৯০ টাকা। পোর্ট্রেইট ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে যুক্ত […]