![](https://computerbichitra.com/wp-content/uploads/2023/11/realme-580x428.jpg)
ক.বি.ডেস্ক: দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ফ্যানদের জন্য অফার নিয়ে এসেছে রিয়েলমি। নির্দিষ্ট কিছু ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে রিয়েলমি। এই অফার আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। সম্প্রতি উন্মোচিত ডিভাইসগুলোতেও ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। রিয়েলমি সি৫১ (৪ জিবি/৬৪ জিবি) পাওয়া যাচ্ছে ১২,৮৯৯ টাকায় (আগের মূল্য ১৩,৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি) ১৮,৪৪৯ টাকায় (২০,৯৯৯