
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে ল্যাপটপ পোর্টফোলিওর নতুন সংযোজন ‘মেগাবুক কে১৫এস’ নিয়ে এসেছে। পেশাদার, শিক্ষার্থী ও প্রতিদিনের ব্যবহারকারী যারা স্টাইলিশ, অল-মেটাল লাইটওয়েট ডিজাইনে নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য এই ল্যাপটপটি বেশ কার্যকর। ল্যাপটপটি এআই-সক্ষম ডিজাইন এক্সিলেন্সের জন্য ২০২৪ সালের মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ড অর্জন করে এবং