ক.বি.ডেস্ক: মাস্টারকার্ড ‘ডাইন.ডিলাইট.ডিপার্ট ফর থাইল্যান্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনও শেফ’স টেবিল আউটলেটে খাবার খেয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পান। সর্বোচ্চ মোট খরচকারী শীর্ষ ১০ জন কার্ডহোল্ডারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা





