ক.বি.ডেস্ক: মাইসফট লিমিটেডের কার্যালয় পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওথমান। এই সময় তিনি মাইসফট লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। হাজী হারিস বিন ওথমানকে মাইসফটের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির সফটওয়্যার এবং বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওথমান বলেন, বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে দ্রুত অটোমেশন হচ্ছে। এরই মধ্যে দেশের ২ শতাধিক হাসপাতালে অটোমেশন করেছে মাইসফট লিমিটেড। আর মাইসফট লিমিটেডের স্বাস্থ্যসেবা খাতের অন্যতম উদ্যোগ মাইহেলথবিডি ডটকম। টেক-স্টার্টআপ মো. মনজুরুল হকের হাত ধরে ২০০৯ সালে মাই সফটের যাত্রা। দীর্ঘ এ সময়ে সেবার স্বীকৃতি হিসেবে মিলেছে দেশি-বিদেশি নানা পুরস্কার-সম্মাননা। এরই ধারাবাহিকতায় মাইসফট লিমিটেড