ক.বি.ডেস্ক: ভিভোর ভি সিরিজের নতুন ‘ভিভো ভি৪০’ স্মার্টফোনে প্রথমবারের মত যুক্ত হচ্ছে জাইস-এর লেন্স। এর ক্যামেরায় থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের লেন্স। চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন থেকে শুরু করে অসংখ্য অস্কার জয়ী সিনেমা-অপটিক্সের দুনিয়ায় রীতিমতো নেতৃত্ব দিয়ে চলেছে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস। জাইস-এর লেন্সে তৈরি হয়েছে ‘লর্ড অব দ্য