
ক.বি.ডেস্ক: মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”। পঞ্চমবারের মতো আয়োজিত বিপিও সামিটে প্রথমবারের মত থাকছে ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩’। সম্ভাবনাময় বিপিও শিল্প এখন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয় বরং ঢাকার বাইরেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই ঢাকার বাইরে বিপিও শিল্পের সম্প্রসারণ করতে নিরলস কাজ করছে বাক্কো।