
অপো রেনো৫-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। এই স্মার্টফোনটি ফ্যান্টাসি সিলভার এবং স্টারি ব্ল্যাক – এ দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে এবং মূল্য ৩৫,৯৯০ টাকা। যেসব গ্রাহকরা প্রি-অর্ডার করবেন তারা আকর্ষণীয় সব উপহার পাবেন। এনকো ডব্লিউ ১১ ওয়ারলেস ইয়ারফোন; ৩৯৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং বিনা মূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট। তা ছাড়া, বিভিন্ন টেলিকম ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অফার