ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার) একসময় পড়াশোনা মানেই ছিল বইয়ের পাতা উল্টে নোট নেয়া, খাতায় কলমের আঁচড় আর পরীক্ষার আগে নিজের মতো করে প্রশ্ন বানিয়ে অনুশীলন। সেই পরিচিত দৃশ্যে এখন যুক্ত হয়েছে এক নতুন ‘অদৃশ্য সহপাঠী’ চ্যাটজিপিটি সহ জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল। কয়েক সেকেন্ডেই জটিল প্রশ্নের ব্যাখ্যা, অধ্যায়ের সারসংক্ষেপ কিংবা নতুন আইডিয়া হাজির করতে পারা […]





