
ক.বি.ডেস্ক: বাংলাদেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এর ঈদ মেগা ক্যাম্পেইনে ঘণ্টায় ঘণ্টায় উপহার বুঝে পেতে শুরু করেছেন বিজয়ীরা। সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে ১৮ জন বিজয়ীর হাতে ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো পুরস্কার তুলে দেয় কর্তৃপক্ষ। ‘নগদে জিতুন’ থিমে নগদ এর ঈদ-উল-আযহা ক্যাম্পেইনে গ্রাহকেরা প্রতিঘণ্টায় ডিপ ফ্রিজ, এসিসহ দামী দামী সব উপহার জিততে পারছেন।