
ক.বি.ডেস্ক: ওয়ালটন এর ইলেকট্রিক বাইক (ই-বাইক) সিরিজ তাকিওন এ দিচ্ছে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। প্রতিটি মডেলের ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা। তাকিওন ই-বাইকগুলো হয়ে ওঠেছে স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব