ক.বি.ডেস্ক: ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সলিউশন হিসেবে কাজ করবে। এই নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা ও বিকাশ কিউআর-সহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এই
অনলাইনে আর্থিক লেনদেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। হবে না-ই বা কেন, ঘরে বসেই যদি পছন্দসই পণ্য কেনা যায় অথবা লম্বা লাইনে না দাঁড়িয়ে ভ্রমণ বা সিনেমার টিকিট কেনা যায় তাহলে কে যায় বাইরে বেরোনোর ঝামেলা পোহাতে! একারণেই অনলাইনে শপিং, টিকিট বুকিং, বিদ্যুৎ/গ্যাস এর বকেয়া বিল পরিশোধ সেবাগুলোর বিস্তৃতিও বাড়ছে। সরকারও ই-কমার্স ব্যবস্থার প্রসারে পৃষ্ঠপোষকতা […]