
ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাবেচায় জনসমাগম ও ভোগান্তি কমাতে এবারও অনলাইন ‘‘ডিজিটাল হাট-২০২২’’ (digitalhaat.gov.bd) প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। নাগরিকদের ঘরে বসে নিজেদের পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ করে দিতে এবছর আরও বৃহত পরিসরে digitalhaat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঈদ-উল-আযহায় প্রতিবছর দেশে এক কোটিরও বেশি