
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত ডিএসপিপিএ ব্রান্ডের অত্যাধুনিক অডিও কনফারেন্স সিস্টেম বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ডিএসপিপিএ ফাইভজি ওয়াইফাই অডিও কনফারেন্স সিস্টেম আধুনিক অফিস এবং কর্পোরেট যোগাযোগের জন্য একটি যুগান্তকারী সমাধান। এটি কেবল একটি কনফারেন্স সিস্টেম নয়, বরং একটি সম্পূর্ণ স্মার্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম যা মিটিং পরিচালনায় গতি ও নির্ভরযোগ্যতা এনে দেয়।