
ক.বি.ডেস্ক: কোরাস প্যাকেজিংয়ে আসা তিনটি নতুন মডেলের পিএস১৬, পিএস৩০ এবং পিএস৩৫ ব্লুটুথ স্পিকার বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। ব্লুটুথ সংযোগের মাধ্যমে অন্যান্য ডিভাইস থেকে গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। কোরাস প্যাকেজিংয়ে আসা পিএস১৬ ব্লুটুথ স্পিকারের মূল্য ৩,৮৫০ টাকা;