ক.বি.ডেস্ক: যোগাযোগ ও সংযোগের ক্ষেত্রে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিত করতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত সেবা নিয়ে এসেছে বাংলালিংক। এখন গ্রাহকরা ঘরে বা অফিসে বসেই ‘জেডটিই কে১০ এফডব্লিউএ’ রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন। বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো ওটিটি