ক.বি.ডেস্ক: প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায় সূচিত করে কাঠের নকশায় তৈরি বিশ্বের প্রথম মাদারবোর্ড উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ মডেলের নতুন এই মাদারবোর্ডটি নান্দনিকতা ও উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তির এক ব্যতিক্রমী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক কাঠের নকশা ও উষ্ণ রঙের ব্যবহার এই মাদারবোর্ডকে প্রচলিত





