ক.বি.ডেস্ক: ডিজিটাল পরিবর্তন, নতুন ধরণের দর্শক আচরণ আর সাংস্কৃতিক পরিবর্তন সবকিছু মিলেই ব্র্যান্ডের বার্তা পৌঁছে দেয়া আরও কঠিন হয়ে ওঠছে। দীর্ঘমেয়াদে ব্র্যান্ডের ভ্যালু তৈরি করতে অর্থ, অনুভূতি ও সংস্কৃতিভিত্তিক কৌশলের গুরুত্বও বিশেষভাবে জায়গা পায়। ব্র্যান্ডের উচিত প্রচলিত ভাবনার বাইরে গিয়ে আরও ধারালো, অন্তর্দৃষ্টি–নির্ভর কৌশল তৈরি করা। মানুষের জীবন ও সংস্কৃতিকে বোঝাই এখন





