ক.বি.ডেস্ক: ‘সারফেস-৪’ মডেলের ল্যাপটপ যুক্তরাষ্ট্রের বাজারে এনেছে টেক জায়েন্ট মাইক্রোসফট। ইন্টেল একাদশ প্রজন্মের প্রসেসর সম্বলিত এই ল্যাপটপটি চার ধরনের ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। দুটি ইন্টেল প্রসেসরের কোর আই৫ ১১৩৫জি৭ ও কোর আই৭ ১১৮৫জি৭ম এবং দুটি এএমডি ৪০০০ প্রসেসরের রাইজেন৫ ৪৬৮০ইউ ও রাইজেন৭ ৪৯৮০ইউ। পাওয়া যাবে আইস ব্লু, স্যান্ডস্টোন, প্লাটিনাম ও ম্যাট ব্ল্যাক রঙে। ৮
বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্যের আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের ইন্টেল দশম প্রজন্ম সমর্থিত এবং এএমডি তৃতীয় প্রজন্ম সমর্থিত বি৫৫০ মাদারবোর্ড। গিগাবাইটের ইন্টেল দশম প্রজন্ম সমর্থিত মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে গিগাবাইট এবং অওরাস জি৪৯০,