
ক.বি.ডেস্ক: বাংলালিংকের লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ টিমের আয়োজনে “অরেঞ্জ ক্লাব উইন্টার ফেস্ট” আয়োজিত হয়েছে। এ আয়োজনে অরেঞ্জ ক্লাবের বিশেষ সব অফার প্রদর্শনীর পাশাপাশি অরেঞ্জ ক্লাবের অংশীদাররা মিলিত হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার আনন্দ উদযাপন করেন। দুই দিনব্যাপী এই উৎসবে বিশেষ ছাড় ও অফারের পাশাপাশি ছিল ইন্টারেকটিভ গেমস এবং বিশেষ পার্টনার রিকগনিশন সেশন সহ নানা চমকপ্রদ আয়োজন।