
ক.বি.ডেস্ক: সফোস এর গবেষণায় সম্প্রতি দেখা গেছে একাধিক র্যানসমওয়্যার গ্রুপ ইডিআর কিলার (এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স) নামে একটি নতুন টুল ব্যবহার করছে। ব্ল্যাকস্যুট, মেডুসা, কিলিন, ড্রাগনফোর্স এবং আইএনসি এর মতো র্যানসমওয়্যার গ্রুপ এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেস এখন ইডিআর কিলার টুলটি ব্যবহার করে ইডিআর সিস্টেমে হামলা করছে। বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় এই