মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): আইসিটি খাতে অস্কার খ্যাত গৌরবময় ‘অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪’- এ ডিজিটাল সরকার বিভাগে সিনেসিস আইটি’র উদ্ভাবনী প্রকল্প “সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি)” চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করে। এই প্রকল্পটি একটি যুগান্তকারী উদ্ভাবন যা বাংলাদেশে বায়োমেট্রিক সিম যাচাইকরণে এক অনবদ্য পরিবর্তন করেছে।