 
            
                ক.বি.ডেস্ক: ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে গ্রাহকদের ইলেকট্রনিক ডিভাইস মেরামতের জন্য স্মার্ট সেবা ‘১০০০ফিক্স স্টেশন’ চালু করা হয়েছে। স্টেশনগুলোর স্মার্ট কিওস্ক থেকে গ্রাহকরা নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি, বা আইপিএস সহজে জমা দিয়ে দ্রুততার সঙ্গে মেরামতের পর সংগ্রহ করতে পারবেন। এই সেবা আপাতত মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও এবং শেওরাপাড়া মেট্রোরেল স্টেশনে চালু করা হয়েছে। গতকাল                             
            




