ক.বি.ডেস্ক: স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ ঢাকায় এলিফ্যান্ট রোডস্থ ইসিএস কমপিউটার সিটিতে (মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টার) ছয় দিনব্যাপী আয়োজন করছে স্যামসাং গেমিং মনিটর রোডশো। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। রোডশো-তে দর্শনার্থীরা এক জায়গায় স্যামসাংয়ের সব নতুন উদ্ভাবনী গেমিং মনিটরগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। বাংলাদেশে





