ক.বি.ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে শাওমি। স্যামসাং ও অ্যাপলকে টপকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি চলতি বছরের জুন মাসের হিসাবে এই সফলতা পেয়েছে। মূলত বিশ্ব বাজারে জুন মাসে স্মার্টফোন সরবরাহের হিসাবে এই অবস্থান দখল করেছে শাওমি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ জানিয়েছে, শাওমি ডিভাইসের বিক্রি প্রতি মাসে ২৬ শতাংশ করে বাড়ছে।
গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে ‘রেডমি ৯’ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। স্মার্টফোনটি পূর্বে আনা রেডমি স্মার্টফোনগুলো থেকে উন্নত ও কিছুটা বড়, এতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং দারুণ ডিজাইন। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা রেডমি