
ক.বি.ডেস্ক: রিয়েলমি চ্যাম্পিয়ন সিরিজের নতুন স্মার্টফোন সি৫১ আজ দেশের বাজারে উন্মোচন করেছে। সি৫১ -এ রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার-ফাস্ট ৩৩ ওয়াট সুপারভুক চার্জ এবং স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। সঙ্গে থাকছে ৬৪ জিবি স্টোরেজ। ডিভাইসটি পাওয়া যাবে দু’টি রঙে- মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক। স্মার্টফোনটির মূল্য মাত্র ১৫,৯৯৯ টাকা। রিয়েলমি সি৫১ স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে দারাজে