![](https://computerbichitra.com/wp-content/uploads/2024/11/01-68-580x382.jpg)
ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা লিমিটেডকে পূর্ণাঙ্গ ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন দিতে একটি কৌশলগত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির ফলে রবি এখন থেকে ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতার সুবিধা কাজে লাগাতে পারবে। বিল কালেকশন, পেমেন্ট এবং লিকুইডিটি ম্যানেজমেন্টসহ ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের আরও অনেক সুবিধা। এর ফলে প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অপারেশন আরও উন্নত