ক.বি.ডেস্ক: ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ স্লোগানে কাল শুরু হচ্ছে চার দিনব্যাপী ( ১১-১৪ নভেম্বর) আইসিটির অলিম্পিকখ্যাত আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২৫তম আসর। চার দিনব্যাপী এ সম্মেলনে থাকছে মোট ৩০টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স, বিটুবি সেশন। ডব্লিউসিআইটি ২০২১ যৌথভাবে এ সম্মেলন আয়োজন করছে উইটসার উদ্যোগে আইসিটি বিভাগ,





