Home Posts tagged ‘প্রিন্টন’ ব্র্যান্ড
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: ‘প্রিন্টন’ ব্র্যান্ডের নতুন মডেলের ৪০ পিপিএম অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার উন্মোচন করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। ওয়ালটনের এই প্রিন্টারে কমপিউটার বা ল্যাপটপের পাশাপাশি অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করেও সহজেই প্রিন্ট করা যাবে। বাজারে আসা ওপি৪০১ডিডব্লিউ মডেলটি দ্রুতগতির প্রিন্টিং সুবিধাযুক্ত। প্রিন্টারটির মূল্য ২৭ হাজার ৫০০ টাকা।