 
            
                ক.বি.ডেস্ক: ‘মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান’ স্লোগানে দেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় আগামী সেপ্টেম্বর মাসে চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘‘অনলাইন প্রপার্টি ফেয়ার ২০২৫’’। মেলার সহযোগি হিসেবে রয়েছে প্রপার্টিগাইড। এই অনলাইন মেলা ব্রাউজ করা যাবে fair.propertyguide.com.bd পোর্টালে। এবারের মেলাটি বাংলাদেশের অনলাইন রিয়েল এস্টেট খাতে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি                             
            




