ক.বি,ডেস্ক: গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র সিকিউরিটি বুলেটিনের সর্বশেষ অধ্যায়ে ২০২৫ সালের টেলিকম সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে এপিটি কার্যক্রম, সাপ্লাই চেইন আক্রমণ, ডিডিওএসের মাধ্যমে নেটওয়ার্ক ব্যাহত করা এবং সিম-নির্ভর প্রতারণা টেলিকম অপারেটরদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।





