
ক.বি.ডেস্ক: সম্প্রতি সহজ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড। এই চুক্তির আওতায় এখন থেকে দেশব্যাপী পেপারফ্লাইয়ের ওয়ান স্টপ লজিস্টিক্স সলিউশন পার্টনার হিসাবে কাজ করবে সহজ ট্রাক। এই চুক্তির ফলে পেপারফ্লাই এখন থেকে সহজ ট্রাকের সঙ্গে আরও একাত্ম হয়ে কাজ করবে। বিশেষ করে শিপমেন্ট ফ্লোতে যেমন নিশ্চিত হবে মানসম্মত ‘এন্ড টু এন্ড’ লজিস্টিক সেবা […]