 
            
                ক.বি.ডেস্ক: ২০২৪ সালের গোড়ার দিকে গুরুত্বপূর্ণ অপারেটরদের গ্রেপ্তার করা সত্ত্বেও, গ্র্যান্ডোরেইরোর ব্যবহার অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী সবচেয়ে সক্রিয় হুমকিগুলোর মধ্যে অন্যতম গ্র্যান্ডোরেইরো এই বছরে প্রায় পাঁচ শতাংশ ব্যাংকিং ট্রোজান আক্রমণের জন্য দায়ী। এই বছর ৫১,০০০ ঘটনা সহ, মেক্সিকো গ্র্যান্ডোরেইরো ভেরিয়েন্টগুলোর দ্বারা সর্বাধিক আক্রান্ত দেশগুলির মধ্যে একটি।                             
            




