
ক.বি.ডেস্ক: ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত হয়েছে অনার ৪০০ সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজ। আগামী ২৫ মে দেশের বাজারে অনার ৪০০ সিরিজ স্মার্টফোন উন্মোচন করা হবে। অনার ৪০০ সিরিজে রয়েছে ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯